জানো! সেদিন আকাশে অনেক তারা দেখছিলাম।
যেন তারাদের মেলা বসেছে;
যেদিকে তাকিয়েছি আকাশটাকে
শুধু ঝিকমিক করতে দেখেছি।
যেন শত শত জোনাকিরা ভেসে বেড়াচ্ছে আমার চারপাশে!
আজ আর কেউ নেই,
আকাশটা মেঘে ঢাকা পড়ে গেছে।
হয়তো তুমি জানতে এমন দিন আসবে
তাই তুমি লুকিয়ে পড়েছো!
খুঁজি না তোমাকে আর তারাদের ভিড়ে।
হয়তো ভালোই আছো!
চাঁদ মাঝে মাঝে এসে খবর দিয়ে যায়!
তবে তোমার কথা শুধাই না তারে আর।
কি লাভ বলো মিথ্যে আশা নিয়ে,
শুধু ব্যথা দিয়ে যায়।
শুধুই তারাদের খবর দিতে বলি,
চাঁদ বলেছে,দেখো একদিন ঠিক মেঘ কেটে যাবে।
আকাশে আবার তারাদের দেখা যাবে,
শত শত তারারা ঝিকমিক করবে আকাশের বুকে।
কি জানি; তখনও তুমি থাকবে কি না!
তবে তখন তোমার উপস্থিতি আর অনুপস্থিতি
কোনোটিই আর আমার ওপর প্রভাব ফেলতে পারবে না।
এখন শুধু অপেক্ষা করে আছি মেঘ মুক্ত আকাশের।
জানি, চাঁদ ঠিক সময়ে এসে খবরটা দিয়ে যাবে।
অসাধারণ লেখনী সুপ্রিয় কবি, এক কথায় অনবদ্য কবিতা সুধী, কবিতা পাঠ করে মুগ্ধ, শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️???