মৃত্যু পথযাত্রী আমি
মৃত্যু আমার দোরগোড়ায়
মৃত্যুর ভয় পেয়ে কি হবে ভাই।
কেও বা আগে কেও বা পরে
সবাই কেই তো যেতে হবে
ঐ অজানা, না ফেরার দেশে।
শুধু আশা একটা থেকে গেলো
এই খেলা গড়ার মাঝে।
বয়স আমার অনেক হলো
প্রায় তিন কুড়ি পা র হবে।
বহু লোকই দেখলাম আমি
আমার দীর্ঘ জীবদশাই।
কে আপন , কেই বা পর,
বুঝলাম না কোনো টাই।
এই সংসার মাঝে,কি না হয়
শেষবেলাতে বুঝলাম আমি
সংসারে আপন বলে কেহ নাই
আপন শুধু আছে কৃষ্ণ কানাই।।
তাই তো বলি ভাই ও বন্ধু সকলে
ভেবে দেখো একটু নিজো মনে
আসার সময় এসে ছিলাম
খালি হাতে একেলা এইখানে
যাবার সময় ও যেতে হবে
খালি হতে একেলা ওই খানে।
তাই হিংসা বিবাদ হানাহানি
আর কেহ করো না ভাই
এসো আমরা সবাই বলি
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
এটাই সঙ্গে যাবে আর কিছু নয়।।