দগ্ধ হৃদয়ে জ্বলছে আগুন গনগনে,
বিরহবিধুর তবু শঙ্কা জাগছে এ মনে,
কবে ফিরে পাবো আশ্বাস আবার মিলন,
অন্তরে আছে প্রেম-বিশ্বাসী অনুরণনে।
তবু অহংকারে উন্মত্ত যখন এই আমিত্ব-
তখন আঁধারে বিলীন হয় প্রেমের অস্তিত্ব,
যাপনের পরত গভীর কুয়াশায় বিধ্বস্ত;
অসময়ে মিলনের আশা সত্যি দূর অস্ত।
ভেবেছিলাম এই প্রেম শুধুই আমার মনে,
তাই নিয়েছিলাম রক্ষাভার অতীব যতনে,
রেখেছি বন্দি তাকে একান্তভাবে মনে
খেলবো বলে সাথে তার ভরা ফাগুনে।
আজ বুঝি প্রেমানলে হলাম ছারখার,
তার বিহনে আজ উন্মত্ততা বেড়েছে আমার,
বিরহের জীবন গভীর বালুচর বেদনার,
রঙ হারা এ আঁখির স্বচ্ছতাও এখন ধূসর।।