হাল ছাড়ি নাই প্রভু ওগো দয়াময়,
মন নাহি মোর আজ কোনো কিছুতেই,
কেটে গেছে দিন কত বৃথা তামাশায়।
যেথা সেথা যাই চলে মনে ভয় নেই,
দূরে দূরে ভ্রমিতেছি খেয়াল আবেগে,
জানি প্রভু তুমি আছো আমার সাথেই।
কত ফুল নিয়ে আসে বসন্ত যে বাগে,
খেয়াল করিনি আগে করেছি চয়ন,
মধুকর সম ছিনু সঞ্চয় আবেগে।
সংসারে মজেছিনু সেবিনি চরণ,
দেয়া-নেয়ার হিসেব কষেছি সতত,
তোমায় ভুলে খেলাঘরে দেখেছি শমণ।
দেশে দেশে ফিরি দেব, তোমা খুঁজি কত,
কৃপা করে দাও দেখা, জুড়ে যাক ক্ষত।