মাতৃভূমির পুণ্যযজ্ঞে বুকের রক্ত ঢেলে ,
মরণে জীবন করেছে ধন্য ভারত মাতার কোলে।
ইংরেজদের শাসনে কখনো হয় নাই ভীত চঞ্চল,
অত্যাচারীর দমনে পীড়নে বেড়েছে বুকের বল।
যুগে যুগে তারা জন্ম নিয়েছে ভাঙতে কারার দ্বার,
অত্যাচারীর পাহাড় ভেঙেছে, কংসের কারাগার।
পরাধীনতার আঁধার পেরিয়ে স্বাধীনতা অধিকার,
হৃদয়ের মাঝে ধ্বনিত বার্তা শুনেছিল বারবার ।
হাতে হাত রেখে অগ্নি শপথে সঁপেছিল প্রাণ মন,
লক্ষ্য শুধুই মাতৃভূমির শৃঙ্খল বিমোচন।
দামাল ছেলেরা দেশপ্রেমের সংগ্রামী প্রত্যয়ে
আত্মাহুতির পুণ্যযজ্ঞে কাঁপেনি মৃত্যু ভয়ে।
বিপ্লবী মন শপথ ঘনায় তেরঙ্গা পতাকায়,
ইংরাজ কুল উঠেছিল কেঁপে সুদৃঢ় প্রতিজ্ঞায়।
ফাঁসির মঞ্চে উঠেও যাদের চিত্তের স্পন্দন ,
জীবনে মরণে ‘জিতবোই রণে’ অমোঘ আকর্ষণ !
কেউ অহিংস কেউ সশস্ত্র হিংসার পথ চুমি ,
বাংলা মায়ের দামাল ছেলেরা জিনেছিল রণভূমি।
শৃঙ্খল টুটে ধন্য করেছে ভারত মাতার নাম,
তাদের স্মরণে রক্তক্ষরণে “মা তুঝে সালাম।”