“মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারেনা?”
খুব ছোটবেলা থেকে শুনে আসছি ভূপেন হাজারিকার কন্ঠে গাওয়া সেই বিখ্যাত গান।
ছোটবেলায় যখন গানটা শুনতাম মুগ্ধ হয়ে যেতাম
কত দরদ দিয়ে গেয়েছেন শিল্পী।
কত আবেগ জড়িয়ে আছে গানের প্রতিটা কথায়।
কিন্তু আজকাল গানটা শুনলে আগের মত আর
মনের মধ্যে সেই আবেগ কাজ করে না।
জীবনের মধ্যে বয়সে এসে ভীষণভাবে উপলব্ধি করেছি।
মানুষ তো মানুষের জন্য নয়।
একজন মানুষ আর একজন মানুষের কাছ থেকে এতোটুকুও কি সহানুভূতি পায়!
যিনি দুর্বল, অসহায় জীবনের সাঁকো পার হতে
কোনো সবল মানুষকে অবলম্বন করতে চাওয়াটা
যে কতটা অপরাধ !
মানুষ বুঝতে শিখেছে।
যে দেশে দারিদ্রতা অভিশাপ সেই দেশের মানুষ
শুধু বিত্তশালী আর হওয়ার লক্ষ্যে দৌড়াতে ব্যস্ত।
আর এরা দুর্বল, অসহায় মানুষদের সাঁকো বানিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছে প্রতিনিয়ত।
আর দুর্বল অসহায় মানুষরা আরও অসহায় হয়ে রয়ে যাচ্ছে।
এখনও তো মানুষকে তার অসহায়তার সুযোগ নিয়ে তাদের পণ্য করা হচ্ছে।
তবে কোথায় মানুষ মানুষের জন্য!!