পেটে আগুন লেগেই আছে দিনরাত
এই অনন্ত আগুন নিভিয়ে দিতে দিতেই
আমরা দিন দিন ক্রমশঃ দীন হীন
বেঁচে থাকার অন্ন জোগাতেই
রোজগেরে শ্রম বেচে দিতে যাই মহাজনের কাছে
চোখের জলের নিদারুণ ক্ষতে গড়িয়ে নামে
আমাদের কপালের ঘাম
আর কপাল ফেরে মহাজনের
আর প্রতিদিন সম্পদের পাহাড় গড়ে
আমাদের কপাল ঠুকে নামা কঠোর শ্রমে
এখন শোষণ শাসনেও মহাজনি হাঁটু মুড়ে আছে বসে
মহাজনের মহত্ব ক্ষয়ে যেতে যেতে বর্ণহীন
তবুও জীবনের দৃশ্যপটে তারাই অবারিত
অবাধ তাদের নিভৃত পরিক্রমণ
ফিরে তাকাই জীবনের দিকে
ক্রমাগত ঝুঁকে আছে বিষাদে সে
হায়,কাক কাকের মাংস না খেলেও
মানুষ খেয়ে চলেছে মানুষকে
আর মানবতা নামক শব্দটির পচা গলা শব দেহ
বহন করে চলেছি আমরা সবাই আমাদেরই ভেতর
অথচ মানুষকে ভালোবাসার কথা আগে মানুষেরই
তারপর আর সবার আর সবের
জীবনের সমস্ত শূন্যতা ভরিয়ে দিতে অন্তহীন ভালোবাসা ছাড়া এ’জীবনে
আর কোন মহৎ কর্তব্য নেই
বেঁচে থাকার পরিপূরক কোন অবলম্বন নেই আর ।