ঘরময় ঘুরে বেড়ায়
মমতাময়ী আমার মা
সদাই হাসিমুখ ছড়ায়
মাতৃত্বের আত্মগরিমা।
মনে পড়ে কত কথা
এ পড়ন্ত বেলায়
গর্ভধারিনীর গর্ভব্যথা
ভোলে ছেলে অবহেলায়।
দিনশেষে ঘরে ফেরা
ক্লান্তিভরা এ শরীর
আমায় ঘিরে ঘোরাফেরা
তদারকি আর তদবির।
মনে পড়ে ছেলেবেলা
মার স্তন্যদানে আমি বড়
বাবার শাসনে ছলাকলা
বুকে আগলে জড়োসড়ো।
পরীক্ষার পড়া রাতে
মায়ের স্নেহের সহচর্য
বাতাস টানে পাখাহাতে
আজ ভেবে আশ্চর্য।
জ্বরজারী, সর্দিকাশি,
চিন্তাক্লিষ্ট মায়ের মুখ
মলিন মুখে বেদন হাসি
অশ্রুতে ভেসেছে বুক।
মাতৃদিবসে তাঁর চরণখানি
বার, বার আমি চুমি
আমার ঈশ্বরী তাঁকেই মানি
দীর্ঘায়ু হোক মা ওগো অন্তর্যামী।