বানর ভোঁদড় ঢোলক বাজায়
আজ বাড়িতে বিয়ে,
খুকু মনি ব্যস্ত অতি
বেজায় খুশি হিয়ে।
পাশের পাড়ার ময়না মাষ্টার
টোপর মাথায় পরে,
পাঞ্জাবী আর ধুতির সাজে
আসবে বিয়ে ঘরে।
বিয়ে হবে টিয়ার সাথে
গোধূলি ক্ষণ তিথি,
খুশিতে তাই ঘুঘু নাচে
গায় গান চম্পা বীথি।
পালকি চড়ে ময়না এলো
কাঠবিড়ালী কাঁধে,
বিয়ের ভোজের রান্না সবই
বায়স দলে রাঁধে।
টিয়া বৌ বেশ সুন্দর সেজে
বসে ছাঁদনা তলে,
শুভ দৃষ্টি হলে ময়না
মালা দেয় বৌ গলে।
কোকিল বামুন মধুর সুরে
মন্ত্র পড়ে কত,
উলু ধ্বনি শাঁখ বাজানো
কাজে পেঁচা রত।
বরযাত্রীর সব পশু পাখি
ভোজন পেয়ে খুশি
খাওয়া শেষে মিঠা পানে
জানায় বিদায় পুষি।