আমার মনের শিলাতটে
খোদাই তোমার ছবি,
প্রেমের কাব্য লিখছে সেথা
আনমনা এক কবি।
পরাণ প্রিয়া জুড়ায় হিয়া
ভাবলে তোমার কথা,
মধুর শত স্মৃতির পরশ
হৃদয় জুড়ে যথা।
ঘুমের মাঝে স্বপ্ন রাজে
আছো পাশে সাথী,
মনের ঘরে প্রেমে ভরে
জ্বালাই প্রীতির বাতি।
প্রেমের ফুলে নিত্য তুলে
পরাই তোমার গলে,
নয়ন তুলে দেখো খুলে
ভাসছে আঁখি জলে।
হৃদয় নিলয় সব তুমিময়
অলিন্দে সব দিকে,
ভালোবাসা স্বপ্ন আশা
কবি কাব্যে লিখে।