যাদের মনে করতাম তারা খুব ভালো
তারা কেউই ভালো নয়
যাদেরকে মনে করতাম তারা খুব ধার্মিক
তারা কেউই ধার্মিক নয়
যাদেরকে সোজা ভেবেছিলাম
তারা মোটেই সোজা নয়
যাদেরকে বেকা ভেবেছিলাম
তারা কেউই বেকা নয়
যাদেরকে আপন ভেবেছিলাম
তারা কেউই আপন নয়।
যাদেরকে পর ভেবেছিলাম
তারা কেউই পর নয়
যাদেরকে ভেবেছিলাম ভগবান
তারা সবাই শয়তান
যাদেরকে ভেবেছিলাম খুব সচেতন
তারা সবাই পূর্ণ অচেতন
যাদেরকে ভেবেছিলাম ভীষণ সরল
তাদের মন-মানসিকতায় সবচেয়ে গরল
জীবনের স্রোত বয়ে গেছে এ হেন ভুল ভাবনায়
এই নিরুপায় দশায় কাটিয়েছি জীবনের অধিকাংশ সময়
প্রকৃতিতে পাইনি খুঁজে প্রকৃতের নাগাল
পাইনি খুঁজে কোন সমান নয়।