সব জিনিসের দাম বেড়েছে
বাজারেতে আগুন
জলদি করে ভাগুন সবাই
বাজার হতে ভাগুন।
চাউল,ডাউল,চিনি, আটা
ময়দা, সোয়াবিনের
সবজি ভেদে দাম বেড়েছে
ঘি ও ডালটা টিনের।
শিশুর খাদ্য আকাশচুম্বী
দোকানদারের কাছে
দামের আগুন বাড়ায় দিগুণ
সিন্ডিকেটের আছে।
সওদা কিনতে চান্দি গরম
মধ্য বিত্তের আজ
আগুন ছাড়াই লাগছে গরম
পড়ছে মাথায় বাজ।