বেলাগাম
“আবার এক্সিডেন্ট!!?
এই তো সেবার পা ভেঙে দুমাস বিছানায়”!
কনুয়ের ওপর থেকে চামড়া ফেটে গলগল রক্তে ভাসছে তুহিনের হাত।
“কেন বারবার দুর্ঘটনায় পড়েন,বি কেয়ারফুল”।পরিচিত ডক্টর সোম ইষৎ রেগেই বললেন।
“আমি সজাগ হয়েই ড্রাইভ করি ডাক্তারবাবু কিন্তু ..”, বলেই স্ত্রীর দিকে তাকিয়ে আড়ষ্ট হলো। “হম, তারপর” বলে ডাক্তারবাবু চোখ তুলতেই তুহিন বললো,
“আসলে আমাকে কেউ হর্ন দিয়ে সাইড চাইলে কি যে হয়! স্পিড বাড়িয়ে ফেলি,নিয়ন্ত্রণ থাকে না।মনে হয় আমি হেরে যাচ্ছি,সবাই টপকে যাবে।