Skip to content

Banglasahitya.net

বাঙালির গ্রন্থাগারে বাংলার সকল সাহিত্যপ্রেমীকে জানাই স্বাগত

"আসুন সবে মিলে আজ শুরু করি লেখা, যাতে আগামীর কাছে এক নতুন দাগ কেটে যাই আজকের বাংলা............."

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - [email protected] or, [email protected] অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বেনামী বন্দর || Benami Bondor by Premendra Mitra

বেনামী বন্দর || Benami Bondor by Premendra Mitra

অডিও হিসাবে শুনুন

মহাসাগরের নামহীন কূলে
হতভাগাদের বন্দরটিতে ভাই,
জগতের যত ভাঙা জাহাজের ভিড়!
মাল বয়ে -বয়ে ঘাল হল যারা
আর যাহাদের মাস্তুল চৌচির,
আর যাহাদের পাল পুড়ে গেল
বুকের আগুনে ভাই,
সব জাহাজের সেই আশ্রয়- নীড়।

কুলহীন যত কালাপানি মথি,
লোনা জলে ডুবে নেয়,
ডুবো পাহাড়ের গুঁতো গিলে আর
ঝড়ের ঝাঁকুনি খেয়ে,
যত হয়রান লবেজান তরী
বরখাস্ত্ হল ভাই,
পাঁজরায় খেয়ে চিড়;

মহাসাগরের অখ্যাত কূলে
হতভাগাদের বন্দরটিতে ভাই,
সেই অথর্ব ভাঙা জাহাজের ভিড়।

দুনিয়ার কড়া চৌকিদারি যে ভাই
হুশিয়ার সদাগরি,

হালে যার পানি মিলে নাকো আর, তারে
যেতে হবে চুপে সরি!
কোমরের জোর কমে গেলে যার ভাই,
ঘুণ ধরে গেল কাঠে,আর যার
কলজেটা গেল ফেটে,
জনমের মতো জখম হল যে বুঝি;
সওদাগরের জেটিতে জেটিতে
খাজাঞ্জিথানা ঢুঁড়ে,
কোনো দপ্তরে ভাই,
খারিজ তাদের নাম পাবে নাকো খুঁজে!

মহাসাগরের নাম হীন কূলে
হতভাগাদের বন্দরটিতে ভাই
সেইসব যত ভাঙা জাহাজের ভিড়!—-
শিরদাঁড়া যার বেঁকে গেল
আর দড়াদড়ি গেল ছিঁড়ে
কব্জা ও কল বেগড়াল অবশেষে,
জৌলুস গেল ধুয়ে যার আর
পতাকাও পড়ে নুয়ে;
জোড় গেল খুলে,
ফুটো খোলে আর রইতে যে নারে ভেসে,
—-তাদের নোঙর নামাবার ঠাঁই
দুনিয়ার কিনারায়,
যত হতভাগা অসমর্থের নির্বাসিতের নীড়!

    

Leave a Reply

Your email address will not be published.

-+=