বৃষ্টি পড়ে টাপুর টুপুর
রাস্তায় উঠলো জল।
জুতোর কাদা জামাই ওঠে
ছাতার জলে ভেজে প্যান্ট।
রাস্তার পাশে নাই দাঁড়িয়ে
রিক্সা অটো কিংবা ভ্যান।
কাজের মানুষ পাইনা খুজে
ক্যামনে যাবে কাজের স্থান।
বাজারের সব ঝাঁপ বন্ধ
হাট বসে নি মাঠে।
বৃষ্টি ভিজে গোপাল খুড়ো
জল কেটে উজানে মাছ ধরে।
পুকুর জলে পদ্ম পাতায়
বৃষ্টি ফোঁটা টলোমলো করে
দেখে যেন মনে হয়
পদ্ম পাতায় মুক্ত ঝরে পরে।
এমন সময় গোয়ালা দাদু
গামছা মাথায় ভিজে ভিজে
দুধ দুয়ে, বেড়ায় ঘরে ঘরে।
গাছের ডালে পায়রা শালিক
বৃষ্টি জলে আনন্দে স্নান করে ।
তাই দেখে ছোট্ট খুকি জানালায় বসে
খিল খিলিয়ে মুখটি টিপে হাসে।
দুয়ারে বসে দাদু, ঠাকমাই বলে
বৃষ্টি দিনে চালেডালে বসিয়ে দাও ক্যানে।
ডিম ভাজি আর আলু ভাজি
সঙ্গে রেখো একটু আমের চাটনি।
খেয়ে যেন জুড়ায় সবার প্রাণখানি।