আড়াল , আড়ালে যাক
দূরে নয় , ‘ ভাসে’ চোখ পাতো ।
বীজবতী , বৃষ্টিতে মাতো ।
বাঁকা নয় , সিধে নাও
ভেসে যায় সৃষ্টির রাতও ।
নখে নখ , থেমে থাক ।
গালে হাত ভাবনাকে , কাড়ো ।
জটিলের জটলাকে , মারো ।
সরাসরি কাছে যাও ।
জনতার কবি হতে পারো ?
আড়াল , আড়ালে যাক
দূরে নয় , ‘ ভাসে’ চোখ পাতো ।
বীজবতী , বৃষ্টিতে মাতো ।
বাঁকা নয় , সিধে নাও
ভেসে যায় সৃষ্টির রাতও ।
নখে নখ , থেমে থাক ।
গালে হাত ভাবনাকে , কাড়ো ।
জটিলের জটলাকে , মারো ।
সরাসরি কাছে যাও ।
জনতার কবি হতে পারো ?