আর নয় এখানে ;যাব চলে সেখানে
ইহা প্রতিবাদ ঢাকা পড়ে নেতাদের পদতলে
তারা স্বার্থের তালে তালে পথ চলে
হিসেব-নিকেশ করে হাসিমুখে কথা বলে কৌশলে।
এনাদের প্রতি হয়ে বিমুখ ঘুরিয়েছি মুখ
ঐ ওলাউটোদের দিকে তাকালে প্রাণে হয় অসুখ
সাধারণ মানুষের জনজীবনে নেতাদের শুভ প্রভাবের বড় অভাব
তারা আসে চলে যায় ঝড়ের রুপধারায় করে প্রদর্শন তাহাদের প্রভাব।
সমাজ গড়ার যত কারসাজি তারা শিখিয়াছে আজি
শিক্ষার বদলে প্রজন্মকে রাঙায়; দেখায় আমরা যেন বড় জনদরদি
আজকের নেতাগণ পায় সম্মান হয়েও শয়তান; আবার কখনো হয় ভগবান
লক্ষ্যটা ঠিক যেন থাকে,
হতেই হবে তাকে, হতেই হবে ক্ষমতায় বলবান।