শোনো সবে বলি তবে বাণী রবে ভরা
শুভ কাজে সুরে বাজে রবি রাজে ধরা।
জ্ঞানী জনে শুদ্ধ মনে বিদ্যা ধনে গাহে,
কর্মে শক্তি ধর্মে ভক্তি পাবে তক্তি তাহে।
খোলো আঁখি হস্তে রাখি গাহে পাখি ভবে
প্রিয় জনে রাখে মনে আঁখি সনে তবে।
কাব্য শেখো ছন্দে রেখো রসে মেখো লেখা,
অঙ্ক কষে প্রেমে রসে মোহ বশে শেখা।
সবে ভালো মনে আলো দিয়া জ্বালো সাঁঝে,
জ্ঞানী কারা পড়ে যারা নভে তারা মাঝে।
সত্য পথে চলো রথে ধর্ম মতে সদা,
মিথ্যা কথা হীন সত্ত্বা পাবে যথা যদা।
যাবে বেলা দলে মেলা পাঠে হেলা ধরে,
খেলা ভুলে খোলা চুলে আঁখি তুলে পড়ে ।
বন্ধু কত আসে শত কাজে রত পাবে,
প্রাণে হাসি ডাকে আসি পাবে রাশি ভাবে।