অকারণে চঞ্চলতা আমের মুকুলে
ফাগুনের আহ্বানের লালের লালিমা
এলো ওরে কৃষ্ণচূড়া শিমুল বকুলে
লালের আভায় ভাসে সুদূর নীলিমা।
ডালপালা শিহরণে পল্লবেরা ভাসে
পথহারা বিহঙ্গের কুহুকুহু তানে
শুক্লারাতে জোছনাতে ফুলে ফলে হাসে
বোষ্টুমির দোতারা তে বাজে নব গানে।
মৌমাছিরা গুঞ্জরিল আম্র বোল শাখে
সুগন্ধ সুবাস বায়ু মৃদু মন্দ ভাসে
কৃষ্ণচূড়া রাধাচূড়া লালে বেঁধে রাখে
কানু রাধা ফাগে মেখে নন্দে নন্দে হাসে।
ফাগুন আগুন বনে দোলে রঙে খেলা
পলাশ শিমুল আজি ফুটে আছে মেলা।