বিপ্লবী বীর ক্ষান্ত হতে কি পারে-
বুকের ভীতরে আগুন জ্বলছে যার,
অরাজকতায় ভরে গেছে সারা দেশ-
লাঘব আর কবে হবে শৃঙ্খল ভার।
নেতা হীনতায় ভুগছে কি দেশ আজ-
নজরুল কবি সুকান্ত দরকার,
বিষাণে বাজবে বিষের বাঁশির সুর-
ঝলসানো পোড়া রুটিটা দেবে কে আর।
কাস্তে কবির দেখা পাই নাকো আর-
জসিমউদদীন মাঠে নামে নাকো তাই,
চারণ কবিরা চুপ করে গেছে কবে-
হাভাতের ঘরে বেনোজল আর ছাই।
হাহাকার আজ চারিদিকে তাই দেশটা অন্ধকার
ন্যায়নীতি গেছে চিতার চুলায় কবরে,
হায়েনারা হাসে গহীন বনের আঁধারে –
দেশটা চালায় ইঁদুর, ছুঁচো, শেয়াল।
জ্ঞান দেয় কতো বেজন্মা কাপুরষ –
যে যা খুশি বলে করছেও তারা ঢেঁকি,
কালোবাজারে তো সব কিছু পাওয়া যায় –
সরকারি ঘরে সব ভাঁড়ারই যে ফাঁকি।
অপেক্ষা করছি করবো অনন্তকাল –
একদিন নাকি আসবে রবির ভোর,
একদিন নাকি সত্যের জয় হবে-
ততোদিনে সব মানুষরা কঙ্কাল।
মিছে দিনরাত নাটুকে মনের কথা-
তাপ্পি দিয়ে কি দেশটা চালানো যায়,
মহামারী ঝড় ঝঞ্ঝায় লোক মরে-
নেতা জন্মায় বিপ্লবী চেতনায়।।