বরষা দিনে রাস্তা-নালা
ভেসে যে হয় নদী,
শিশুরা সব নৌকা গ’ড়ে
চালায় নিরবধি ।
বৃষ্টি জলে তরতরিয়ে
নৌকো চলে দুলে,
হাততালিতে শিশুমন যে
খুশিতে ওঠে ফুলে।
ইচ্ছে জাগে নৌকোয় চেপে
অচিন দেশে যেতে,
চোখ ভরে সে দেখবে কতো
খুশির ভারে মেতে ।
বরষা এসে ভাসায় যবে
ভেকের দলে ডাকে,
জলের মাঝে মাছের নাচন
মনকে ভরে রাখে ।
ভুলে যাওয়া শিশুকালটা
বাদল ধারা খামে,
বরষা দিনে ফিরে এসে যে
সবার চোখে নামে।