বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ফুটে উঠেছে আষাঢ়
বর্ষার সাদা টগরের মতো হাসি হাসি বাদল মেঘে
ঝরে পড়ছিল অঝোরে যে বৃষ্টি অবিরাম
তার প্রতিটি ফোঁটার দিকে চেয়ে চেয়ে কেবলই
খরস্রোতা পাহাড়ি ঝর্ণা চোখে ভাসছিল
বাতাসে ভাসছিল ফিরোজা বেগমের নজরুল সুর
এই অপূর্ব মুগ্ধতাগুলো পারো যদি ছড়িয়ে দাও
সহৃদয় পাঠকের মহা দরবারে
এই যে এতো মুগ্ধতায় ভরে উঠেছে আজ
সব সুন্দর সমাহিত বৃষ্টির সকাল
যেন তা শুধুই দু’চোখের নয়
হৃদয় ও মনের অনন্ত সঞ্চয়
এই সঞ্চয় তিল তিল করে যেন জমানো
বেঁচে থাকার সম্পদের অফুরান ভান্ডার
হৃদয়ে অসম্ভব আকুতি
মনের গভীর বিভূতি
আর বোধের আরেক আলোকিত বীজ
শুধু খুঁটে খুঁটে সময়- অসময়ের গিট খুলে যেতে হবে
যাপনের নিহিত শব্দে কড়া নেড়ে যেতে হবে
জীবনের আপাদমস্তক আর এই বর্ষা- অভিসারে
পাখির মতো নিভৃতে মুখ গুঁজে স্বপ্ন দেখে যেতে হবে
সারাদিন সারারাত সবার অগোচরে
বর্ষাই তো পারে শেখাতে সেই স্বপ্ন অভিসার ।