চারিদিকে শুধু ঝঞ্ঝাট
যা কিছু লিখি,যেদিকেই যাই——–
কপাল জুড়ে শুধুই অপবাদ,
আমার কলম পারেনি কোন ধান্দাবাজকে খুশি করতে
আমার কলম পারেনি কোন দালালি গানের সুর ধরতে।
এ কলম মাখবেনা কোন স্বার্থের মলম
এ কলম শিখেছে ন্যায্যতার দাবি গড়তে
এ কলম জানে শুধু সোজা পথে চলতে
এ কলম জানে শুধু সোজা কথা বলতে।
তবুও এখন সময় নয় কিছু বলবার
এখন সময় শুধু নীরবে অন্ধত্বের ন্যায় কিছু শুনবার
অবলা জীবেরও সময় আসে একদিন,
আসে একদিন সময় কথা বলবার।
আজ আর নেই কিছু হারাবার
তাই কলমকে অস্ত্র করে নিরস্ত্র হই বারবার
ধু ধু মরুভূমির গায় না হয়———–
একটা নিঃসঙ্গতার ছবি আঁকবো আর একবার।
অগণিত কিছু পাগল—————-
প্রলাপের প্রভাবে ফুটিয়েছিল সৌহার্দের গোলাপ
তথাপি সময় বয়ে গেছে নির্দ্বিধায়
সমাজের ধারাবর্ষ করেনি তাদের মাপ,
তাতে গড়েছিল সংঘাত; হয়েছিল কিছু অনুতাপ।