বায়স চেঁচায় জোরে উঠে পড়ো সবে
ভোরবেলা কা কা রবে ডাক দেয় তবে।
ঘড়ি দেখা লাগে নাকো গ্রাম গঞ্জ ভরে
পাখিদের কলতানে কাজ সব করে।
কিচির মিচির তানে ভরে দেবে কান
চড়াই শালিক ডাকে মিষ্টি ভরা তান।
পশু পাখি গাহে জানি নিজেদের ডাকে
হাম্বা হাম্বা স্বরে ডাকে বাছুরেরা মাকে।
প্যাক প্যাক করে হাঁস পুকুরের জলে
উল্লু বাবা চুপে থাকে ঘুম রাজ্য তলে।
দোয়েল কোয়েল শিসে দেবে মেলে পাখা
পশু পাখি ডাক শোনো আবেগেতে মাখা।
পাহারাতে সারমেয় ঘেউ ঘেউ করে
পলায়মান তস্কর চম্পট যে ধরে।
গৃহপালিত পশুরা ডেকে দেবে সাড়া
মালিকের উপকারে সদা থাকে তারা।
বকম বকম করে পারাবত হাসে
হুক্কা হুয়া শেয়ালেরা থেকে থেকে কাশে।
গুঞ্জরিত মধুপের মিষ্টি মধু ভাষা
পরাগের মিলনেতে ফল লাভে আশা।