প্রিয় কবি প্রাণের কবি বিদ্রোহী নজরুল
স্বতন্ত্রতায় দুর্বার তুমি প্রোজ্জ্বল উৎফুল ।
সাহসীকতা তোমার কাছে দুঃসাহসী হয়
না মেনে বিধি উৎসাহে তুমি চলমান পরাজয় !
ছোটবেলায় যাত্রাপালায় দুখুমিঞার গান
গীতা কোরান ঠোঁটস্থ তব চুরুলিয়া ধাম ।
জন্মলগ্নে পাওনি কিছুই বিত্ত না বৈভব
উদারতায় জুটেছিল বিদ্রূপেরই স্তব !
তোমার লেখা সঙ্গীতে আজ ঝংকৃত বাংলা
শ্যামাগানের ঐকতানে ঈশ্বর আল্লা ।
সম্প্রীতির প্রতীক ছিলে যথেষ্ঠ নির্ভীক
অহরাত্র অধ্যবসায় পূর্ণ সাহিত্যিক ।
মহত্ব আর ব্যতিক্রমে মনুষ্যত্বের জয়
ভালোবাসার কবি তুমি তুমিই ভক্তিময় ।
তোমা ব্যতীত অসম্পূর্ণ বাংলা সাহিত্য
অনটনতার যুধ্যমানে তোমার কৃতিত্ব ।
জাতিভেদের ঊর্ধ্বে করো মানবতার ধ্যান
উৎকর্ষতায় শ্রেষ্ঠ তুমি সাগরসম জ্ঞান ।
নবজাগরণে অংশ নিয়ে কৌতূহলী তুমি
তোমার জনমে সার্থক দেশ তোমার জন্মভূমি ।
রাতের আকাশে জ্যোতিষ্ক তুমি চোখধাঁধানো রূপ
তুমি যে মানিক সুঘ্রাণে তাই গন্ধ ছড়ানো ধূপ ।
তোমার কাছেই শিক্ষণীয় লেখনীর আঘ্রাণ
সৌহার্দ্যের দিনলিপি লেখা ভবিষ্যতের গান ।