প্রণাম তোমায় হে সকল মূর্খ বঙ্গভাষী
বুকে হাত দাও; মাথা খাটাও;
কাদের তুমি বলছো হে মোর প্রিয় বঙ্গবাসী ?
এরা নেতা নয়; নেতা নয় এরা কেউ
এরা সকলে এই বাংলার সর্বনাশি।
এরা তোমার ধর্মকে বেচে দেবে
এরা তোমার কর্মকে বেচে দেবে;
এরা তোমার জাত কে বেচে দেবে
এরা তোমার প্রজন্মকে বেচে দেবে;
এরা তোমার মা’কে বেচে দেবে
এরা তোমার দেশকে বেঁচে দেবে;
এরা তোমার সাহসকে বেচে দেবে
এরা তোমার ইজ্জত কে বেচে দেবে;
এরা তোমার অধিকারকে বেচে দেবে
এরা তোমার সম্ভাবনাকে বেচে দেবে;
এরা তোমার উন্মাদনাকে বেচে দেবে।
এরা বেচে দেবে তোমার আবেগ
এরা বেচে দেবে তোমার বিবেক;
এরা বেচে দেবে তোমার দর্শন
এরা বেচে দেবে তোমার আকর্ষণ;
এরা বেচে দেবে তোমার শক্তি
এরা বেচে দেবে তোমার শ্রদ্ধা ভক্তি;
এরা বেচে দেবে তোমার সৌহার্দ্য
এরা বেঁচে দেবে তোমার ব্যক্তিত্ব;
এরা সব কিছুই বিক্রিবাট্রা করে একদিন তোমাকেও কেড়ে নেবে,
এরা সুযোগ পেলে তোমাকেও বেচে দেবে।
এরা ক্রমে ক্রমে সবকিছুই করছে দখল
এরা ছদ্মবেশের আত্মপ্রকাশ; এরা সকলেই নকল,
এক কথায় এরা প্রত্যেকেই দেশ বিক্রির দালাল
এরা প্রত্যেকেই একেকজন সুদর্শন সৌন্দর্যময় পরজীবী শৈবাল।