না না , ছিলো না কোনো আজন্ম অঙ্গীকার ,
হাতে হাত ধরে প্রতিশ্রুতির গুরুভার ,
তবুও ছিলো অনন্তগামী বেওয়ারিশ পিছুটান ;
লুকিয়ে জমানো বস্তাপচা আবেগী অহংকার ।
সবটাই ছিলো আস্তরণে সাজানো গুল্মলতা ,
আপন ভেবে বেড়ার পানে আকর্ষের ধেয়ে যাওয়া ।
বলেছিলে চিরদিন ভালোবাসবে !
তাই বুঝি আজ খোয়া গেছে হাসনুহানা ?
তোমার অযাচিত প্রত্যাখ্যানে হয়েছি বাক্যহারা ,
স্তম্ভিত – বিমূঢ় – শ্বাসরুদ্ধ এক অর্ধমৃতা !
জানো ,গলার কাছে কেবল পাকায় দলা ,
চোখ ফেটে আসে জল ,
না না অভিশাপ দেবো না ,
প্রত্যাখানের ঊরুর ভাঁজেই ,
জ্বলুক সুখের রংমশাল।
প্রেমটা কেবল অপ্রেমেই মিশে থাক ;
স্মৃতির চাদর আঙুল ছুঁয়ে ,
একটুকু ওম পাক ।