অনুভূতির গভীরে আতস আলো,
চাঁদ সরে যায় তমসা এড়িয়ে –
স্বপ্নসোপান ভেঙ্গে চলে মন ,
প্রহেলিকা যা কিছু , রামধনু জড়িয়ে।
একমুঠো সোনালী আভাময় সকাল,
খেয়ালী ডানাজুড়ে অকারণ ব্যস্ততা-
দিগন্তহীন দূর নিমেষে ছোঁয়ার তাগিদে,
ইচ্ছেডানা পেরিয়ে যায় যাবতীয় সীমাবদ্ধতা ….
সোহাগী বাতাস যেন লজ্জাবতী ঢেউ,
এলোকেশীর মত উড়ে বাঁধনহীন চঞ্চলতায়,
ছলাত ছলাত মনদরীয়া ছলকে চলে-
আলোর সান্নিধ্যে কাঁপে নীলাভ পুলকতায় ……