আচ্ছা মা – পিরিয়ড মানে কি?
তা কি অচ্ছুত কিছু হয়
অবুঝ মেয়ের প্রশ্নখানি শুনে
মা যে তাঁর মুচকি করে হাঁসে
পিরিয়ড মানে? পেট জুড়ে হয়
দারুন সে এক ব্যাথা
গলার কাছে কান্না জমে আসে
শৈশব ঠিক কাটিয়ে ওঠার পরে
সব মেয়েরই নিয়ম করে আসে
কষ্টটা সব লুকিয়ে মনে রেখে
সমস্ত কাজ অফিস কিংবা সংসারে
আসুক কান্না চোখের দুকূল ভেসে
তবু থাকতে হবে অনেকখানি হেঁসে
চুপ করে থেকে মা যে আবার কয়
পিরিয়ড মানে – কিছু পুরুষের হাঁসি
অশ্লীল আর মসকরা কারি কারি
মেয়েরা বুঝি সবই এমন হয়
সবটাতে একটু বেশিই বাড়াবাড়ি
পুরুষ তুমি বুজবে কি আর বলো
যন্ত্রণা যা সহ্য করছে নারী
পরম স্নেহে মেয়েকে যে
তার কোলের কাছে টেনে
কানের কাছে আস্তে করে কয়
পিরিয়ড মানে – শুধুই রক্ত নয়
স্বপ্ন অনেক বাড়ছে অবকাশে
সন্তান সুখ সব মেয়েরাই চায়
রক্তে যে তাই মায়ের গন্ধ আসে