কাছের কুয়াশা আমার দৃষ্টি আচ্ছন্ন করেছে,
তাই দেখতে পাই না তোমাকে।
আর দেখতে পাইনা বলেই বোধ হয়
গভীর তৃষ্ণা জেগে থাকে প্রাণে।
‘চক্ষে আমার তৃষ্ণা
তৃষ্ণা আমার বক্ষ জুড়ে!’
ছোট্ট একটু অভিমানও বুকে কষ্ট জাগায় বৈকি।
আমার অনেক আসংগতা, ব্যর্থতা,
আমার অক্ষমতা অবশ্যই দায়ী,
জীবনে কোনো সুন্দরকে সম্পূর্ন করে পাইনি ।
ভাবছি এই রাতে বসে দূরের দুরাশায়
যখন তোমায় পেতে চাইব-
সেই চাওয়াতে যা পাবো সেটাই হবে
বোধহয় তোমায় সম্পূর্ন করে পাওয়া!
দূরে আমি, বহু দূর থেকে সেই হবে আমার
পারিজাত রমনীকে পূর্ণতায় প্রাপ্তি।