সব পেশাদার চেয়ে দামি তারা,
এই ভূবনে কৃষক যারা।
তাহারাই আলো,
তাহারাই ভালো,
তাহারাই মানব জাতি,
তাহারাই তাহার অন্তর বাতি।
রব না হইলেও,
তাহারাই দেবতা,
তাহারাই মনীষি,
তাহারাই নূরের বাতি।
শ্যামলীর সেই খোলা মাঠে,
তাহারাই চালায় লাঙল,কোদাল,গাঁইতি।
হে মানব জাতি,
তাহা না হইলে,
কোথা হইতে অন্ন পাইতি?
হে বড় লোক,
তোরা বঝিস না কেন,
তাহাদের দুঁখ।
চৈত্রীতে হার ভাঙা রোদ্দুরে
ফসল ভাইঙ্গা,
কৃষক যখন কয়
“বাবুজি বিশ টাকা”
তখন তোরা বলিস
“চাপার দাঁত করে দিব বাঁকা,
এই ধর দুই টাকা”
এই বড় লোক,
এই ভাবে পাইতি না তোরা
তাহাদের সুখ।
তাহারাই মহাজ্ঞানী,
তাহারাই অক্ষুন্ন উজ্জ্বল,
তাহারাই সম সিন্ধু জল,
তাহারাই এই ভূবনের বিন্দু বিন্দু বল।
এই বড় লোক,
তোদের লাইগি অস্রু ঝড়ায় কেন
তাহাদের চোখ?
এই বড় লোক,
তাহারা তোদের চেয়েও বড় লোক।