হে মহান বীর নেতাজী তোমায় লিখছি চিঠি আজ,
স্বাধীন করেছো দেশ তবুও পরাধীন আমরা সমাজ মাঝ।
দুর্বার দুর্দম হয়ে ব্রিটিশ বিরুদ্ধে লড়েছিলে তুমি জীবনে,
ভারতবাসীর ঘুচাতে দুর্দশা দিলে পাড়ি দেশান্তর নির্জনে।
আজাদ হিন্দ ফৌজ করে গঠন দেখিয়েছো বীর তেজ তোমার,
আজ তোমাকে ভীষণ প্রয়োজন ফিরে এসো আর একবার।
কঠিন সংগ্ৰামে দেশ রক্ষার্থে সয়েছো কতনা ব্যথা,
শোষকরা আজও করছে যে রাজ, বেজায় অরাজকতা।
ব্রিটিশ বিতারণে দিয়েছিলেন বার্তা বীর বিক্রমে অভিনব,
” তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো”।
বলেছিলে, ” অহিংসা নয় স্বাধীনতা আসবে সশস্ত্র পথে,
করেছিলে সেটাই বিদেশে গিয়ে দুর্নিবার মনোরথে।
আবার চাই যে এমন আহ্বান মননে প্রস্তুত আছি,
শোষকের হাত থেকে দেশকে বাঁচাতে তোমাকেই চাই আজি।
এত অবক্ষয় দুর্নীতি প্রতারণা ; দেখে পাই মনে কষ্ট,
ঘর মাতা ছেড়ে অদম্য লড়ে করলে স্বাধীন দেশ,আজ বিফল সব নষ্ট।
তোমার মত একজন নেতা আজ ভীষণ ভীষণ দরকার,
দেশের দশের সম্পদ লুটেরাদের বিতাড়িত করতে আবার।
তোমার মত দেশপ্রাণ তেজস্বী পারবে, অরাজক এই সমাজকে বাঁচাতে,
তাই চিঠি লেখা আজ তোমাকে,এসো বীর শোষণমুক্ত করো দেশমাতাকে।
ভারত মাতার প্রাণপুরুষ তুমি ব্রিটিশের ভিত দিয়েছিলে নাড়িয়ে,
এসো নব সাজে সেই ব্যক্তিত্ব তেজ নিয়ে দাও কৈতব বেসাতিদের তাড়িয়ে।
তুমি অমর ঈশ্বরতুল্য, নেই মৃত্যুদিন তোমার,
জন্মদিনে লহ প্রণাম হে মহামানব আমার।