গুলির জন্য লড়াই করি?
নাকি লড়াইয়ের জন্য গুলি করি?
বাঁচাতে গিয়ে আমি মরি?
নাকি মারতে গিয়ে আমি মরি?
কাঁদার জন্য ওদের কাঁদাই?
নাকি হাসতে গিয়ে ওদের কাঁদাই
ওরা ছোটে পথের পানে?
নাকি আমিই যাই পথের টানে?
পথের দিশায় কুকুর ছানা?
নাকি কুকুরের পথেই হচ্ছে কেউ আনমনা?