মানুষকে ভালোবাসি,সাথে রাখি
বিশ্বাসে, মানুষই আমার ঈশ্বর।
মানুষের মাঝে,মানুষের কাজে
আমি হবো অবিনশ্বর।
দুটি হাত বাড়িয়ে,সব কিছু ছাড়ায়ে
বেলাশেষে পর্ণকুটিরেই গন্তব্য,
এসো সূর্য দেখি, প্রেমে মাখামাখি
ভুলে থাকি স্বার্থ, রাখি কিছু কর্তব্য।
দেখ, দেখ শুকতারা ,আনন্দে আত্মহারা,
নিষ্পাপ,নির্লোভ অশ্রুহীন কত চোখ জ্বলে ।
অসীম আকাশে , লক্ষ্ প্রেমতারা সাজানো-
আলোকমালায় , যেন নির্বাকেও বহু কথা বলে ।