এত কথা বলেও যেন প্রতিবার মনে হয়
এইরে যা বলার ছিল আদৌ বলা হলো কই!
কত কিছু থেকে যায় বলা বাকি!
তুমি যখন বলো,ইচ্ছে হয় শুধু শুনতে,
ভিড় করে ইচ্ছেরা অনুভবে জাল বুনতে,
তাইতো আমি বলবো বলেও চুপ থাকি,
তোমার আদুরে গলার খানিক পরশ মাখি।
এতবার কাছে গিয়েও ফিরলে শুধু মনে হয়,
কত দিন,মাস,বছর হয়নি আমাদের দেখা!
হতাশায় ডুব, মিস করি খুব
অতৃপ্ত মন তোলে আলোড়ন,
হাত বাড়িয়ে ছুঁয়ে পাই শিহরণ
জীবন জুড়ে টের পাই ঝড়
স্মৃতি ছুঁয়ে ছুঁয়ে যেন থাকা।
আনমনা আমি ভুল করি সব,
বুকের ভেতর শুনি কলরব ,
থাকো কি পাশে,অবকাশে,অনায়াসে!
আজও খুঁজি,পথ হারাই, দাঁড়াই নীলাকাশে,
যদি আসো,মেঘ হয়ে ভাসো ভালোবেসে।
অপেক্ষাতে বৃষ্টিরাতে ভিজি তোমার সাথে।