এখানে গভীর নিস্তব্ধতা
অতীত জানালা সব খোলা
পড়ে আছে অসহায় যবনিকা
যা হবার ছিল না কখনও
সেইসব বর্তমান
আর কিছু ভ্রাম্যমাণ স্মৃতি
তোমার মুখের পাশে ভিন্ন এক
আলো এসে জেগে থাকে
আশ্চর্য অমল নৈঃশব্দ্য
কখনও স্ফটিক বেদনারা নীল হয়
অপরূপ অথবা অব্যক্ত ভাস্কর্য কিছু
আলোর ঐশ্বর্য থেকে অরণ্যের সুর
তারপর সব আলো
অলৌকিক কল্লোল নিয়ে আসে
বন্ধ কুঠুরি থেকে প্রপাতের ধ্বনি
উন্মুক্ত আকাশ শুধু ছুঁয়ে থাকে
নক্ষত্রের অমলিন রাত।