হস্তিনাপুরের একচ্ছত্র সিংহাসন থেকেও ঢের ভারী ,
অস্থি- অহঙ্কার ডুবে গেছে দ্বৈপায়ন হ্রদে !
আলেকজান্ডারের ব্যক্তিগত শেষ চিকিৎসক ,
স্যাৎসেতে পিচ্ছিল তাঁবুতে নির্লিপ্ত ধরে আছেন
লোভ আর আকাঙ্ক্ষার দিগ্বিজয়ী ধরাশায়ী নাড়ি !
উত্তুঙ্গ ক্ষমতার শীর্ষবিন্দু থেকে
হঠাৎই অনাথ মহা চাণক্য পন্ডিত ,
ঝাঁপ দিলেন অবোধ্য অবসাদের অনিবার্য আগুনে !
উপরোক্ত চিত্রকল্পবৃন্দের গন্ধ শুঁকে শুঁকে
গুটিগুটি উঁকি মারে ,
গদগদ গণতন্ত্রের রক্ষা -কবজে -মোড়া
অত্যাধুনিক রাজা বাদশা সম্রাটের মুখ ।
যেন চিরস্থায়ী বন্দোবস্তের দলিল দস্তাবেজ বলে ,
সত্যিই চিরস্থায়ী হবে এই সব
জীবন্ত হাড়গোড় করোটি কঙ্কাল !
এরা জেনেও জানে না ,
কালের বিচারে শুধু ইতিহাস জয়ী হয় ।
দুদিনের সীমান্ত বৈরিতা , কূটনীতি কোলাহল ,
ধর্ম -বর্ণ -জাতি ইত্যাকার সমস্ত শৃঙ্খল
দুর্দিনে দ্বৈপায়ন হ্রদ ,
ধরাশায়ী নাড়ি , অনিবার্য আগুন সম্বল !