কিচ্ছু নেই আমাদের। নিম্ন মধ্যবিত্তদের। বেকার যুবকদের।
না আছে চাঁদ, না আছে নর্থ ইন্ডিয়ার টিকিক, না আছে উড়োজাহাজ
অথচ একই উষ্ণতায় জ্বর আসে, একই স্কেলের মাত্রায় কাঁপি, আহত নৌকার মত থিতু হই;
আমাদের প্রেমিকা কিংবা চুমু নেই, প্যারাসিটামল আছে। তাতে জ্বর সাড়ে না
একই ওজনের দুশ্চিন্তা আছে। ডুবোন জলে ডুব দেওয়া আছে। মা-বাবার স্বপ্ন চাপা পড়ে আছে
আমাদের ঈশ্বর নেই, মনখারাপ আছে। মন্দির নেই, বালিশ আছে। তাতে অবশ্য মুখ ঢাকা যায়না
আবার আমাদের নববর্ষ আসে, ক্রিসমাস আসে, দুর্গাপুজো-ঈদ আসে। বন্ধুর জন্মদিন আসে। মায়ের প্রেসার কমার দিনও আসে
অথচ আমাদের বসন্তকাল নেই, নিম্নচাপ আছে। রবিঠাকুর, হুইস্কি কিংবা পাহাড়ের ঠিকানা নেই, কেবল বন্ধু-বান্ধবীরা আছে।
তাদের অবশ্য জীবনবোধ নেই-
ভাগ্যিস!