কতকাল কাছ থেকে দেখিনি তোমায়,
ভৌগলিক দূরত্বের ব্যবধানে দূরে থাকা অভ্যাসে।
তবু,পাশে থাকার আশ্বাসে ছুঁয়ে ছুঁয়ে থাকি,
আলো আঁধারি ছাদের রাত লুকোচুরি,খোলা আকাশের নিচে তারা গুণে অনুভবের সুখস্পর্শ।
কখনো চিবুক,আঙুল ছুঁয়ে,জ্যামিতিক শরীরী
উষ্ণতার উচ্ছ্বাস স্পর্শে আগুন হওয়া,
পথ হারানো পথিক আমি একাকী পথ হাঁটি।
কখনো মুহূর্তে কেঁপে উঠি এই বুঝি ছুঁয়ে দিলে! ঘাড় ঘুরিয়ে একরাশ শুন্যতা,মন ভাবুকতা গোত্তা!
কাছে না এসেও অদ্ভুত ছুঁয়ে যাওয়া আলোড়ন।
এক পশলা বৃষ্টি ভিজে উজ্জীবিত মন-হৃদয়,
চঞ্চল পাখির মতো ঢাকা দেয় যা কিছু ক্ষত,
তবু হালকা মেঘ পালকে ডানা মেলে ইচ্ছেরা।
দেখা তো হবেই একদিন আক্ষেপ মুছে,
বহু কাল না দেখতে পাওয়ার উপবাস ভঙ্গ।
আমার বিশুদ্ধ প্রেম,অভিমান মাখা প্রিয় তুমি,
তাজা স্মৃতির বাক্স বন্দি ভালোবাসা ছুঁয়ে,
কস্তুরীমৃগ হও সুগন্ধি উপাচার নৈবেদ্য সাজিয়ে।
পিঠ চাপড়ে কপাল চুম্বনে আশ্বস্ত করে বলো,
নাই বা হলো দেখা,প্রতিদিন অনুভবে জাগি।
মুছে যাক যা কিছু আক্ষেপ,মন চঞ্চলতার ঢেউ,
থাকি না হয় এভাবেই হাত বাড়ালে বন্ধু হয়ে। প্রতিটা মুহূর্তে পাশে থাকার বার্তায় উজ্জীবিত
আমরা জেগে থাকি ভেসে থাকি ছুঁয়ে ছুঁয়ে।