কখনো শুধু ব্যর্থ চেষ্টা, কখনো কিছু পারি
কখন আবার নিজের অস্ত্রে নিজেরে সংহারি।
কেউ ডেকেছে কবি বলেও, কথার প্রতারক,
শূন্য থেকে শব্দ এনে বানিয়ে ফেলি ছক।
কেউ মেরেছে পাথর ছুঁড়ে কেউবা গোলাপ ফুল
কেউ দেখালো সর্পবেণী, কেউবা খোলা চুল।
দেখতে দেখতে যাওয়া আমার লেখতে লেখতে যাওয়া
সঞ্জীবনীর গন্ধমাদন হাত বাড়িয়ে পাওয়া।
সবটা তো নয় ব্যর্থ চেষ্টা কিছু তো আজ পারি
সেই আনন্দে মেঘের ওপর বানাই কোঠাবাড়ি।