বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভুবনে
ভক্তিভরে প্রণাম করি রোজ মনে মনে।
শুধু জন্মদিনে নয় শ্রদ্ধা ও প্রণাম
হে বীর বাঙালি তুমি মায়ের সুসন্তান।
মাতা ভগবতী পিতা ঠাকুরদাস নাম
মেদিনীপুর বীরসিংহ ঈশ্বরের জন্মস্থান।
মেধা তার বাল্যকালেই সে পরিচয় দেন
রাস্তার শিলা পাথরেই ইংরেজি চিনে নেন।
সংস্কৃত কলেজে তিনি করেন অধ্যয়ন
প্রতিভার স্বীকৃতিতে বিদ্যাসাগর উপাধি পান।
ফোর্ট উইলিয়ামে ইংরেজদের শিক্ষার ভার নেন
অধ্যাবসায় শিক্ষার জোরে আচার্য পদ পান।
শিক্ষা আর জ্ঞানের আলোয় কুসংস্কার ওড়ান
বিধবাদের কষ্ট দেখে তার বিচলিত প্রাণ।
বাল্যবিবাহ রুখতে তিনি করেন আন্দোলন
বিধবা বিবাহ সমর্থনের আইন করান প্রনয়ণ।
বিদ্যাসাগর মহোদয়কে সহস্র প্রণাম
রেনেসাঁর পরম প্রাপ্তি বাংলা মায়ের দান।
নারী শিক্ষায় উদ্যোগী হয়ে বালিকা বিদ্যালয় গড়েন
ভেদাভেদ ভুলে তিনি সবাইকে সেবাও করেন।
কল্যাণকামী বন্ধু তিনি দয়ার সাগর নাম
তাঁর ই অবদানে বাঁচে মধুকবির মান।
মাতৃ ভক্তি পিতৃ ভক্তি দয়ায় ভরা প্রাণ
গরীব দুঃখী সবাইকেই অর্থ সাহায্য দেন।
বাংলা ভাষার উন্নয়নে অপার অবদান
বাংলা গদ্য প্রণয়নে সুবিদিত নাম।
অনুবাদ সাহিত্যে ও আছে সে প্রমাণ
বর্ণপরিচয় রচনায় স্মরণীয় কাম।
বীর সিংহের অচেনা বাঙালি জগতে আলো ছড়ান
পরাধীন দেশে শিক্ষার আলোকে স্বাধীন চেতনা জাগান।।