দড়ির তালে জীবন দোলে লাঠি সহায় হয়
মরণ বাঁচন সাম্য আনি লাঠির মহিমায়।
সবাই দেখে মজাও লোটে দুঃখ সীমানায়
সময় ওড়ে দড়িও নড়ে জীবন বুঝি যায়।
সবার আশে কি বিশ্বাসে দড়ির উপর হাঁটি
একাগ্রতায় লাঠি বাগাই সাবধানে পা সাঁটি।
মন বিমনা শব্দও না জীর্ণ শরীর নিয়ে
দড়ির উপর হাঁটে মেয়ে বাঁচার আশা নিয়ে।
জুটবে খাওয়া অলস হাওয়া আধপেটা দুপুরে
দেবে তালি সবাই খালি বাঁচি বরাত জোরে।
দু-চার আনা জুটবে দানা ভেল্কি দেখাই নাই
খাবার পাবো বেঁচেও যাবো দু-চার পয়সা চাই।
নেই জুতো পায় ছেঁড়া জামায় তবুও দেখাই খেলা
ভীড় জমেছে আশাও আছে পয়সা পাবো মেলা।
দাও বাবুরা নজর কাড়া দাও না গো হাত ভরে
ক্ষিধের জ্বালা ঝালা পালা মরণ জ্বালা ধরে।
আজ এখানে কাল সেখানে শীতের বেলা এলে
বানজারা ভাই পয়সা কামাই শহর এলেবেলে।
মুখ তুলে চাও পয়সা দে যাও যেও নাকো চলে
তোমরা দিলে দড়ির তালে জীবন দোলায় দোলে।।