একটা তারা খসে পড়ে গেলে
আকাশের কোনো যায় আসে না!
আকাশে তো কত তারা সারা রাত ঝিকিমিকি করে !
আকাশ কি জানে..
কোন্ তারা নিজের ইচ্ছায় ঝিকিমিকি করে
আর কোন্ তারা অনিচ্ছায়…
না,জানে না, জানার কথাও না!
অত বড় আকাশ …
সে তার বুকে লক্ষ লক্ষ তারাদের ঠাঁই দিয়েছে !
আকাশ তো জানে তারাদের কাজ শুধু ঝিকিমিকি করা ,
তাই দেখেই আকাশ খুশি থাকে ।
তারাদের ইচ্ছা অনিচ্ছা জেনে সে কি করবে !
এত তারার মধ্যে থেকে যদি কোন তারা খসে পড়ে যায়
আকাশ জানতে চায় না,
সে কেন এই ভাবে খসে পড়ল …
না, আমি আকাশকে দোষারোপ করছি না,
জানি, সে কত জনেরই বা খবর রাখবে !
তবুও তারাদের অভিমান হয় !
ওরা একবুক অভিমান নিয়ে আকাশের বুক থেকে
চিরতরে বিদায় নেয় !
অথচ সেই অভিমানের ছিটেফোঁটাও আকাশ জানতে পারে না…
তবুও ওরা আকাশকেই চায়, আকাশকে নিয়ে গর্ব করে ,
কারণ, ওরা আকাশকে ভালোবাসে ।