নদীর বুকে জমা হচ্ছে অনন্ত জল…
মাটির হৃদয় থেকে দূরে চলে হয় সবুজেরা…
কেউ ঘর বাঁধে আকাশের নীলে…
কেউ বা মেঘের ধোঁয়ায়…
কেউ বা আরও দূরে আদি অন্তহীন নীহারিকায়..
কাউকে পিছু ডাকে না মাটি!
কাউকে পিছু ডাকতে নেই –
মাটি জানে-
যারা যেতে চায় তাদের ধরে রাখা যায় না।
রাত ভোর শিশির পড়ে…
ভিজে যায় মাটি..
তবুও মাটির বুক ফাঁটে!
সেই বুকেও তিল তিল করে বেড়ে ওঠে সবুজ!
বসন্তের সাজ শেষ হলে তার অপেক্ষা কেবল বর্ষার।
নদীর বুকে জমা হবে জল। অন্তহীন জল।
দুকূল ছাপানো জলে ধুয়ে যাবে সব..
ধুয়ে যাবে মাটি..।