যাবার ইচ্ছায় ঘুরে বেড়াই
গ্রহে গ্রহে ঘুরে,
পাখায় লক্ষ্য জুড়ে,
বিপদ দেখলে পালাই ফিরে
ডানা দুটি মুড়ে।
যাবো আমি চাঁদের দেশে
রামের ধনু বেয়ে,
নন্দে উঠবো গেয়ে,
চাঁদের বুড়ি চরকা কাটে
হাতটি চলে ধেয়ে।
তারার দেশে জ্বলবো আমি
মিটিমিটি করে,
রঙিন স্বপ্ন ভরে,
পরীর দলে পাবে দেখতে
পাখা মেলে ওড়ে।
ডানা মেলে ঘুরবো সেথা
ভাসবো মেঘে হেসে,
স্বপ্ন পরী বেশে,
ইচ্ছে গুলো পূর্ণ হবে
স্বাধীন মানুষ শেষে।