ক্যানভাসে আঁকা ছিল ভোরের নরম রোদ্দুর
কোকিলের কুহু ডাকে থই থই বসন্ত
আবিরে রাঙা দোল ও হোলি
আর শিমুল পলাশের কুসুমবেলা
সমুদ্র সৈকত ঘেঁষে হেঁটে যেতে যেতে
পায়ের পাতা ভেজা জলে ঝিনুক কুড়ানোও
আঁকা ছিল আছড়ে পড়া ঢেউয়ে ঢেউয়ে
ঢেউ ফিরে ফিরে গেলেও জলের গভীরে জল
ধরে ছিল যে সমুদ্রস্নান তাও আঁকা ছিল
তুলির নিপুণ টানে
মন খারাপের দিনগুলোয় ক্যানভাস জুড়ে
আকাশ ভেঙে পড়া বিষাদ আঁকাও দেখেছি
ভালোবাসার জলরঙে দেখেছি
উদ্দেশ্যহীন তুলির অনিচ্ছাকত আঁচড়ে
স্মৃতিতে বেঁধেছে অসম্ভব অনন্ত মায়া
তবুও কিছু কিছু পিছুটান আজও ঠিকানাবিহীন… ।