আত্মা যদি শুদ্ধ থাকে
বিবেক পরিষ্কার
আত্মপরিচয়ের সত্যি
থাকে না দরকার!
কিন্তু যদি শঠতাতেই
উপকার সে ভুলে?
ঈশ্বর এই কৃতঘ্নতা
রাখেন খাতায় তুলে!
ভালো শিক্ষায় অনেক বটে
আছেই প্রতিযোগী
ভালোমানুষ অন্যের পাপ
গ্রহীতা হয়ে রোগী!
ঈশ্বরের এই অবাক বিচার!
মন্দ? সে তো হাসে!
নিজের মন সাফ হলে তায়
কী বা যায় আসে?