বিষণ্ণতায় আচ্ছন্ন হৃদয় আকাশ,
ধূসর বিবর্ণ দেওয়াল হতে খসে পড়ছে চুনবালি,
জীবনের ক্যানভাসে রঙিন তুলি ফিকে,
ঘুণধরা দরজার ক্যাচ ক্যাচ শব্দ,
মর্মবেদনায় স্থায়িত্ব পায় হৃদয় যন্ত্রনা অবিরত l
হঠাৎ বয়ে আসা ভ্যাপ্সা গন্ধ বুঝিয়ে দেয়..
হৃদয় জ্বলন্ত পিন্ডে পরিণতি পেয়েছে l
হৃদয় কোঠরে মাকড়সার জাল, জংধরা বেদনা,
জ্বালানি রূপে আগুনের ইন্ধন যোগায় l
হৃদয় দেওয়ালে গজিয়ে উঠেছে স্মৃতির বট,
অস্তিত্ব বজায়ের লড়াইয়ের কাছে হার মেনেছে
সৃষ্টির ধারা,
যদিও বা ফল ধরেছে স্মৃতির বটে !
বহুজাগতিক ছায়া টহল দিচ্ছে হৃদয় মহল l
মুষল ধারে যখন অশ্রু বৃষ্টি নামে শ্যাওলা ধরা দেওয়ালে,
স্মৃতির বটের শিকড় পায় পিপাসা নিবারণের সন্ধান l
মনের যন্ত্রণা ভালোবাসার অগ্নিশিখায় অগ্নিদগ্ধ,
হৃদয় আজ আমার রক্তক্ষরণে বিষাদ সিন্ধু,
উপলব্ধিগুলো নিঃশব্দে গুমরে কাঁদে ধোঁয়ার আঁচে,
অপলকে সয়ে সকল তাপ উত্তাপ..
জীবন চলছে একদা ll