এই যে প্রতিদিন আমরা বেঁচে আছি
পথ চলছি একা বা কারো সাথে..
ধর,এইভাবেই কোনো এক সকালে
পথ চলতে চলতে কোন এক দুর্ঘটনায়
যদি আমরা দুজনেই মরে যাই।
তাহলে কি থাকবে?
থাকবে, থাকবে, কিছু তো থাকবেই!
কিছু আশা, কিছু প্রত্যাশা,
কিছু না পাওয়ার বেদনা
বাতাসে ভেসে রইবে!
মোবাইল টাওয়ার এ জমে
থাকবে শব্দহীন কিছু কথা!
পার্থিব শরীর আগুনে ভস্মীভূত
হবার আগে পর্যন্ত লোকে
আঙুল দেখিয়ে বলবে ওই দেখ
“পড়ে আছে দুটো সফলতা বা হতাশা,
একমুঠো মমতা বা এক ঝুড়ি ক্রুরতা!”
মরি আমার প্রতিদিন এইভাবেই
স্বেচ্ছায় বা দুর্ঘটনায়!
যেমন করে অহংকার, দম্ভ, সব ভঙ্গুর
কাঁচের মত হুড়মুড়িয়ে ভেঙে
মাটিতে লুটিয়ে পড়ে!
শুধু বেঁচে থাকে না পূরণ হওয়া
কিছু আশা আর বুকের মধ্যে
জমে থাকা অনেক না বলা কথা!