জীবন মানে আশায় বাঁচা সূর্যমূখী ভোরে,
অলীক কত স্বপ্ন আঁকা মনে নেশার ঘোরে।
জীবন মানে সুখ দুঃখ আবর্তন সাথে চলা,
অনেক বাঁধা বিঘ্ন সত্বেও বাঁচার কথা বলা।
জীবন মানে উষার আলো জীবনযাত্রা কালে,
সূর্যমুখীর মতন কখন উজল আলোক ভালে।
জীবন মানে প্রীতি সোহাগ মায়া ভরা বাস,
ঝড় ঝঞ্ঝা তুচ্ছ করে বেঁচে থাকার আশ।
জীবন মানে পরিবার নিয়ে হাসি আনন্দে থাকা,
একটু খানি ভালো থাকার লড়াই জারি রাখা।
জীবন মানে চাওয়া পাওয়ার ইচ্ছেপূরণ নেশা,
ভব সংসারে জীবন যাপন ভালো মন্দে মেশা।
জীবন মানে সৃষ্টি আনন্দে অবগাহন করা,
আবার কখনো দুখ বেদনার ব্যাকুলতায় ভরা।
হাসি কান্না সুখ দুঃখ নিয়ে জীবন বেলা,
জীবনযাত্রার রঙ্গমঞ্চে বিধাতার পুতুল খেলা।
জীবন মানে ব্যস্ত থাকা পরিবার সংসার নিয়ে,
সুখ পাখিটার পিছন ছোটা জীবন বাজি দিয়ে।
জীবন মানে বৃদ্ধাবস্থায় একাকিত্বের ছোঁয়া,
জীবন খাতায় হিসাব কষা কত স্বপ্ন গেছে খোয়া।